Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০১৮

সঞ্চয় আমানত

সঞ্চয়ী হিসাব (Savings Deposit)

হিসাবের মেয়াদকাল

প্রযোজ্য নহে।

জমার পরিমাণ

 

যে কোনো পরিমাণ।

সুদের হার

 

৩.৫০% (পরিবর্তনশীল)

জমা পদ্ধতি

 

ক) মাসের যে কোন কর্মদিবসে এ হিসাব খোলা যাবে ;

খ) নগদ/ চেকের মাধ্যমে অর্থ জমা করা যাবে।

 

হিসাব খোলার নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র

 

কর্মসংস্থান ব্যাংকের যেকোন শাখায় হিসাব খোলা যাবে।

১. ২ (দুই) কপি পাসপোর্টসাইজ ছবি

 

২. নমিনীর ১ (এক) কপি সপোর্টসাইজ ছবি

 

৩. National ID/ Passport এর ফটোকপি

 

৪. ইউনিয়ন/উপজেলা পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ

৫. ব্যাংকের একজন গ্রাহক কর্তৃক পরিচয় প্রদত্ত হতে হবে

৬. KYC ফরমসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে

৭. TIN সার্টিফিকেট (যদি থাকে)

 

৮. অন্যান্য কাগজপত্র (প্রয়োজনে)