Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী -এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

জনাব অরুন কুমার চৌধুরী আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ০৯ এপ্রিল ২০২৪ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত হয়ে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন। তার পূর্বে তিনি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

জনাব অরুন কুমার চৌধুরী একজন গতিশীল ও উদ্ভাবনী ধারণাসম্পন্ন কর্মকর্তা। আর্থিক খাতে তার উজ্জ্বল ক্যারিয়ার বিদ্যমান। তিনি ১৯৯৬ সালে বিএইচবিএফসি’তে সিনিয়র অফিসার হিসাবে চাকুরিতে যোগদান করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিএইচবিএফসি এর ঋণ, প্রশাসন,অডিট, আদায়, প্রকৌশল ও সাধারণ সেবা বিভাগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পরিকল্পনা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের  উপমহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক এর দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের জোনাল ও রিজিওনাল ম্যানেজার এর দায়িত্ব পালন করেন। তিনি বিএইচবিএফসি এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এর টিম লিডার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

জনাব অরুন কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণপূর্বক সফলতার সাথে সমাপ্ত করেছেন। সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৯-২০২০ অর্থ-বছরে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।