গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ড. এ এফ এম মতিউর রহমান, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ২০ অক্টোবর ২০২৪ তারিখ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের তারিখ হতে আগাামী ০৩ (তিন) বছরের জন্য তাঁকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
জনাব ড. এ এফ এম মতিউর রহমান ১৯৭৩ সালে সরকারি চাকুরি শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে ময়মনসিংহ, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক, বিয়ানীবাজার, সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের মতো দায়িত্বশীল পদে চাকুরী করেন।
জনাব ড. এ এফ এম মতিউর রহমান দীর্ঘ ৪০ বছরের চাকুরীজীবনে সচিব হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, মহাপরিচালক হিসেবে যুব উন্নয়ন বিভাগ, বিআরডিবি, রেডিও বাংলাদেশ, অতিরিক্ত সচিব হিসেবে ভূমি আপীল বোর্ড, যুগ্ম সচিব হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং উপসচিব হিসেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য হিসেবে দক্ষতার সাথে কাজ করেন। এছাড়াও তিনি গ্রামীণ দরিদ্র উন্নয়ন সংস্থার উপদেষ্টা, বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরামের নির্বাহী পরিচালক, এলজিআরডি-র অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, ইউএসএআইডি, প্রগতি, বিআইসিএফ-আইএফসি-র মতো প্রতিষ্ঠানে কাজ করেন।
জনাব ড. এ এফ এম মতিউর রহমান ২০০০ সাল হতে ২০০২ সাল পর্যন্ত কর্মসংস্থান ব্যাংকে পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ছিলেন। তিনি একাধারে একজন অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে তিনি সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি হতে অর্থনীতির ওপর (মাইক্রোক্রেডিট) পিএইচডি করেন। তাঁর কমপক্ষে ৩২টি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর লিখিত ২০টি প্রতিবেদন, ৭টি বই প্রকাশিত হয়েছে যা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ছয়বার অংশগ্রহণ করেন। এছাড়াও, তিনি ডিপ্লোমা অন এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস এন্ড ইকোনোমিস্ট সেন্ট পিটারসবার্গ (লেনিনগ্রাঁদ, রাশিয়ান ফেডারেশন), শর্ট কোর্স অন হেলথ ইকোনোমিকস সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিস (সিডিএস) ইউনিভার্সিটি অব ওয়েলস, যুক্তরাজ্য, সার্টিফিকেট কোর্স অন রিজিওনাল ফলোআপ মিটিং অন ন্যাশনাল ইযুথ কাউন্সিল, কলম্বো, শ্রীলংকা, সেমিনার অন ইয়ুথ ডেভেলপমেন্ট মালয়েশিয়া ইত্যাদি বহু দেশে প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কসপে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে সমাপ্ত করেন। দেশ ও বিদেশে তিনি ৩০টি পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
তাঁর গবেষণা ও প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার যাপিত জীবন ও প্রশাসন’, ‘Impact of Jamuna Multipurpose Bridge on the Socio-economic Condition of Northern Bangladesh’, ‘Impact of Skill Training Under P.A. Projects of BRDB’, ‘Small Scale Irrigation and BRDB, Study on the Status of Minor Irrigation Equipment in Bangladesh’, ‘Problems and Potentialities of BRDB’, ‘Why we are Poor’.
জনাব মতিউর ১৯৫০ সালের আগস্ট মাসে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।