সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৩
টার্ম ডিপোজিট (কেবিটিডিএস)
কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS)।
উক্ত স্কীমের রূপরেখা:
০১)
|
হিসাবের মেয়াদকাল
|
:
|
ক্র.নং
|
মেয়াদকাল
|
লাভের হার
|
|
|
১.
|
০৩ মাস পর্যন্ত
|
৭%
|
ব্যাংক পরিচালনা বোর্ডের অনুমোদন মোতাবেক পরিবর্তনযোগ্য।
* সর্বশেষ সার্কুলার
|
২.
|
০৬ মাস পর্যন্ত
|
৭.২৫%
|
৩.
|
০১ বছর পর্যন্ত
|
৭.২৫%
|
|
০২)
|
এককালীন জমার পরিমাণ
|
:
|
যে কোনো পরিমাণ।
|
০৩)
|
মেয়াদ পূর্তিতে পরিশোধ
|
:
|
হিসাবের মেয়াদপূর্তির পর আমানতকারীকে তাঁর প্রাপ্য টাকা লভ্যাংশসহ সরকারী নিয়মানুযায়ী উৎসে কর, আবগারী শুল্ক ও অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তনের পর এককালীন প্রদান করা যাবে। কর্তনের হার সরকারি নিয়মানুযায়ী পরিবর্তনযোগ্য।
|
০৪)
|
হিসাব খোলা
|
:
|
ক) কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তা, গ্যারান্টার, কর্মকর্তা-কর্মচারী নির্বিশেষে দেশের প্রাপ্ত বয়স্ক সকল নাগরিক এ স্কীমের আওতায় হিসাব খুলতে পারবেন;
খ) এ স্কীমের আওতায় একই হিসাবধারী যে কোন অংকের, যে কোন সময়কালের জন্য এ ব্যাংকের যে কোন শাখায় এক বা একাধিক হিসাব খুলতে পারবেন;
গ) হিসাব খোলার সময় আমানতকারী ও মনোনীত ব্যাক্তির ০১ (এক) কপি করে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র/ স্মার্টকার্ড/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি ও KYC ফরমসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ঘ) ৬. TIN সার্টিফিকেট (যদি থাকে)
|
০৫)
|
জমাদান পদ্ধতি
|
:
|
ক) মাসের যে কোন কর্মদিবসে এ হিসাব খোলা যাবে ;
খ) নগদ/ চেকের মাধ্যমে অর্থ জমা করা যাবে।
|
০৬)
|
সম্পর্কিত বিজ্ঞপ্তি
|
|
হিসাব পরিপত্র নং- ০৮/২০১৬ তারিখ- ১০.১০.২০১৬
|
চেয়ারম্যান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ড. এ এফ এম মতিউর রহমান কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এবং ২০ অক্টোবর ২০২৪ তারিখে কর্মস্থলে যোগদান করেছেন। বিস্তারিত
ব্যবস্থাপনা পরিচালক
জনাব অরুন কুমার চৌধুরী আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ০৯ এপ্রিল ২০২৪ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত হয়ে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন। বিস্তারিত...
উপব্যবস্থাপনা পরিচালক
মিসেস মেহের সুলতানা উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মসংস্থান ব্যাংকে গত ১৭.১১.২০২২ তারিখে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি অত্র ব্যাংকে মহাব্যবস্থাপক (পরিচালন) হিসেবে কর্মরত ছিলেন।...বিস্তারিত
মহাব্যবস্থাপক
জনাব মাহমুদা ইয়াসমীন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে ২২ মার্চ ২০২১ তারিখ কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে যোগদান করেন। যোগদানের আগে তিনি একই ব্যাংকের প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ......বিস্তারিত
মহাব্যবস্থাপক (পরিচালন ও হিসাব)
জনাব মোঃ শফিকুল ইসলাম মিঞা ২৯.০৪.২০২৪ তারিখে কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেন। এর পূর্বে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স-এ মহাব্যবস্থপক পদে কর্মরত ছিলেন।
মহাব্যবস্থাপক (নিরীক্ষা)
জনাব মোঃ আমিরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনমূলে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ কর্মসংস্থান ব্যাংকে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি একই ব্যাংকে উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।.বিস্তারিত
কর্মসংস্থান ব্যাংক হটলাইন নম্বর ১৬৮১২
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর