কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতা, ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পোষ্য (স্বামী/স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের সন্তান) এবং
দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিক “কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস)” এর আওতায় হিসাব খুলতে পারবেন।
হিসাবের মেয়াদ |
মাসিক জমা (টাকা) |
সুদের হার (বার্ষিক চক্রবৃদ্ধি) |
সার্ভিস চার্জ |
০৩/০৫ বছর |
৫০০/-, ১০০০/-, ২০০০/-, ৩০০০/-, ৪০০০/-, ৫০০০/- ও ১০০০০/- |
ক) ০৩ বছর - ৬.০০% ; খ) ০৫ বছর - ৬.৫%। |
হিসাব বন্ধ করার সময় ২০০/- টাকা |
কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস) হিসাবের বিপরীতে ঋণ সুবিধা :
কেবিএসডিএস হিসাবের স্থিতি লিয়েন রেখে জমা স্থিতির সর্বোচ্চ ৯০% ঋণ গ্রহণ করতে পারবেন। উক্ত ঋণের বিপরীতে সুদের হার হবে
সংশ্লিষ্ট হিসাবে প্রদত্ত সুদের অতিরিক্ত ৩% (চক্রবৃদ্ধি)।