Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুলাই ২০২৩

জনাব মো: সায়েদুল ইসলাম এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মোঃ সায়েদুল ইসলাম ১৮ মে ২০২৩ খ্রি: তারিখ কর্মসংস্থান ব্যাংকে চেয়ারম্যান পদে যোগদান করেন। এ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি দেশে বিদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নীতি নির্ধারণী পর্যায়ে তিনি কৃষি মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। সচিবালয় পর্যায়ে উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সিনিয়র সহকারী সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (ভুমি), রেভিনিউ ডেপুটি কালেক্টর, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেন। বাংলাদেশ হাইকমিশন, মালেশিয়া তে তিনি শ্রম কাউন্সিলর হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি চট্টগ্রাম সেনানিবাসের সিভিল এ্যাফেয়ার্স অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ প্রজনন), হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব মোঃ সায়েদুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের জন্ম গ্রহণ করেন। তাঁর দাদা শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মৃধা, চাচা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন মৃধা, বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম সফি উদ্দিন মৃধা এবং মাতা মরহুম রহিমা খাতুন। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী জনাব সাবিহা পারভীন (অতিরিক্ত সচিব), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পরিচালক হিসেবে কর্মরত। শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে প্রথম শ্রেণীতে বিএসসি এজি (অনার্স) ডিগ্রী লাভ করে ১০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়, এডিলেইড, সাউথ অস্ট্রেলিয়া হতে মাস্টার্স ইন পাবলিক এডমিনিস্ট্রেশন (পলিসি) ডিগ্রী অর্জন করেন। তিনি সভা, সেমিনার ও প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালেশিয়া, থাইল্যান্ড, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত, সুইজার‌ল্যান্ড, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।